Koyal malik biography


কোয়েল মল্লিক

কোয়েল মল্লিক (জন্ম ২৮ এপ্রিল ১৯৮২)[২] একজন ভারতীয়বাংলা চলচ্চিত্র অভিনেত্রী। তিনি অভিনেতা রঞ্জিত মল্লিকের মেয়ে। তিনি জিতের বিপরীতে নাটের গুরু (২০০৩) দিয়ে চলচ্চিত্রে অভিষেক করেন। তার অনেক চলচ্চিত্রে তার সহ-অভিনেতা ছিলেন জিৎ ও দেব। তার জনপ্রিয় কিছু চলচ্চিত্র হলো শুভ দৃষ্টি (২০০৫), মন মানে না (২০০৮), প্রেমের কাহিনী (২০০৮), পাগলু (২০১১), পাগলু ২ (২০১২), রংবাজ (২০১৩), অরুন্ধতী (২০১৪) এবং বেশ করেছি প্রেম করেছি (২০১৫)।

প্রাথমিক জীবন এবং শিক্ষা

[সম্পাদনা]

কোয়েল ১৯৮২ সালের ২৮শে এপ্রিল পশ্চিমবঙ্গেরকলকাতায় জন্মগ্রহণ করেন।[২] তার পিতার নাম রঞ্জিত মল্লিক ও মাতার নাম দীপা মল্লিক। তিনি মেয়েদের মর্ডার্ণ হাই স্কুল থেকে তার স্কুলজীবন অতিবাহিত করে। তিনি মনোবিজ্ঞান বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত গোখলে মেমোরিয়াল গার্লস কলেজ হতে বি.এস.সি (অনার্স) করেন।

২০১৫ সালের ফেব্রুয়ারিতে তিনি সুরিন্দার ফিল্মসের কর্ণধার নিসপাল সিং কে বিয়ে করেন।[৩][৪]বাঙালি ও পাঞ্জাবি দুই নিয়মেই তার বিয়ে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।[৫][৬] ২০২০ সালের ৫ মে তার এক‌টি পুত্র সন্তান হয়।[৭]

কর্মজীবন

[সম্পাদনা]

চলচ্চিত্র

[সম্পাদনা]

কোয়েল মল্লিক ২০০৩ সালে জিতের বিপরীতে নাটের গুরু সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে।[৮] এই ছবির পর থেকে জিৎ-কোয়েল জুটি এক জনপ্রিয় জুটি হিসেবে বিভিন্ন সিনেমায় অভিনয় করে (প্রায় ১১টি ছবিতে)।[৯] ২০০৪ সালে কোয়েল দেবীপক্ষ, শুধু তুমি, বাদশাহ্‌, বন্ধন ছবিতে অভিনয় করে। প্রথম দুটি ছবি বক্স অফিসে তেমন কিছু করতে না পারলেও বাদশাহ্‌ খুবই হিট হয় এবং বক্স অফিসে ব্লকবাস্টার তকমা পায়। ২০০৫ সালে কোয়েল শুভ দৃষ্টি, মানিক, যুদ্ধ, চোরে চোরে মাসতুতো ভাই ছবিতে অভিনয় করে। যুদ্ধ ছবিতে সে মিঠুন চক্রবর্তী ও দেবশ্রী রায়ের বিপরীতে অভিনয় করে। ২০০৬ সালে আরো গুরুত্বপূর্ণ চরিত্রে, একজন সাংবাদিক হিসেবে এমএলএ ফাটাকেষ্ট ছবিতে অভিনয় করে। সে ১৯৭০ সালে নির্মিত লাভ স্টোরির পুননির্মান লাভ ছবিতে ২০০৮ সালে অভিনয় করে।[১০] ২০০৯ সাল হতে কোয়েল নানা বিখ্যাত ছবি যেমন বলো না তুমি আমার, দুই পৃথিবী, পাগলু, হান্ড্রেড পার্সেন্ট লাভ, হেমলক সোসাইটি, পাগলু ২ সহ আরো নানা ছবিতে অভিনয় করে। ২০১১ সালে দেব-কোয়েল জুটি রাজিব বিশ্বাস পরিচালিত ও সুরিন্দার ফিল্মস প্রযোজিত পাগলু ছবিতে অভিনয় করে। এই ছবিটি চ্যালেঞ্জ ২ (২০১২) এর আগ পর্যন্ত মুক্তির প্রথম দিনে সর্বাধিক দর্শক দেখার রেকর্ড করে। এর পর এই জুটি পাগলু ২ ছবিতেও অভিনয় করে। এছাড়াও এই জুটি আরো নানা ব্লকবাস্টার ছবিতে অভিনয় করে।

টেলিভিশন

[সম্পাদনা]

কোয়েল কথা ও কাহিনী টক-শোর মাধ্যমে টেলিভিশনে তার পদার্পণ ঘটায় ও ইটিভি বাংলায় রিয়েলেটি শো ঝলক দিখলা ঝা বিপরীতে রেমো ডি' সুজার সঙ্গে ও পেয়ার ওয়ালা লাভ স্টোরি রাহুল বৈদ্যর বিপরীত।[১১]

২০০৭ সালে জি বাংলায় প্রথম সম্প্রচারিত মহালয়ায় তিনি দেবী মহিষাসুরমর্দিনীর ভূমিকায় অভিনয় করেছিলেন।

পণ্যদূত

[সম্পাদনা]

কোয়েল বিভিন্ন বহুজাতিক প্রতিষ্ঠানের পণ্যদূত হিসেবে টিভিএস মোটর কোম্পানী, ফেয়ার এন্ড লাভলী, প্যানাসনিক, ভ্যাসলিন প্রভৃতি পণ্যের বিজ্ঞাপন করে।

চলচ্চিত্রের তালিকা

[সম্পাদনা]

বছরছবিপরিচালক সহশিল্পী মন্তব্য
২০২৩ জঙ্গলে মিতিন মাসিঅরিন্দম শীলঅজানা আসন্ন চলচ্চিত্র
২০২১ বনিপরমব্রত চট্টোপাধ্যায়পরমব্রত চট্টোপাধ্যায়, অঞ্জন দত্ত
ফ্লাইওভারঅভিমন্যু মুখার্জিগৌরব চক্রবর্তী
২০২০ রক্ত রহস্যসৌকর্য ঘোষাললিলি চক্রবর্তী, ঋতব্রত মুখার্জি
২০১৯ সাগরদ্বীপে যকের ধনসায়ন্তন ঘোষালপরমব্রত চট্টোপাধ্যায়, গৌরব চক্রবর্তী, কাঞ্চন মল্লিককৌশিক সেন
মিতিনমাসিঅরিন্দম শীলবিনয় পাঠক, জুন মালিয়া
শেষ থেকে শুরুরাজ চক্রবর্তীজিৎ
২০১৮ঘরে ও বাইরেমৈনাক ভৌমিকযীশু সেনগুপ্ত
২০১৭ককপিটকমলেশ্বর মুখার্জীদেব ও রুক্মিণী মৈত্র
ছায়া ও ছবিকৌশিক গাঙ্গুলিআবীর চট্টোপাধ্যায় , কোয়েল মল্লিক
২০১৫বেশ করেছি প্রেম করেছি[১২]রাজা চন্দজিৎ
হিরোগিরি[১৩]রবি কিনাগীদেব, মিঠুন চক্রবর্তী
২০১৪হাইওয়েসুদিপ্ত চট্টোপাধ্যায়পরমব্রত চট্টোপাধ্যায়
চারসন্দীপ রায়আবীর চট্টোপাধ্যায়
অরুন্ধতী[১৪]সুজিত মন্ডলইন্দ্রনীল সেনগুপ্ত
২০১৩রংবাজরাজা চন্দদেব, রজতাভ দত্ত
২০১২দশমীসুমন মৈত্রইন্দ্রনীল সেনগুপ্ত
পাগলু ২সুজিত মন্ডলদেব, টোটা রায়চৌধুরী
হেমলক সোসাইটিসৃজিত মুখোপাধ্যায়পরমব্রত চট্টোপাধ্যায়, সাহেব চট্টোপাধ্যায়, শিলাজিৎ মজুমদার
জানেমনরাজা চন্দসোহম চক্রবর্তী, আশীষ বিদ্যার্থী
১০০% লাভরবি কিনাগীজিৎ
২০১১পাগলুরাজিব বিশ্বাসদেব
২০১০হ্যাংওভারপ্রভাত রায়বিশেষ আবির্ভাব
মন যে করে উড়ু উড়ুসুজিত গুহহিরণ চট্টোপাধ্যায়
তু থা মন জাসি রাসিশ্রীতম দাসমিহির দাস, হারা পাটনায়েকওড়িয়া চলচ্চিত্র
দুই পৃথিবীরাজ চক্রবর্তীজিৎ, দেব
প্রেম বাই চান্সসুদেষ্ণা রায়আবীর চট্টোপাধ্যায়
২০০৯বলো না তুমি আমারসুজিত মন্ডলদেব, টোটা রায়চৌধুরী
হিটলিস্টসন্দীপ রায়সাহেব চট্টোপাধ্যায়, টোটা রায়চৌধুরী
নীল আকাশের চাঁদনীসুজিত গুহজিৎ, যীশু সেনগুপ্ত
সাত পাকে বাঁধাসুজিত মন্ডলজিৎ
জ্যাকপটকৌশিক গাঙ্গুলিহিরণ চট্টোপাধ্যায়, রাহুল বন্দ্যোপাধ্যায়, সোহিনী পাল, দেব
২০০৮চিরসাথীহরনাথ চক্রবর্তীহিরণ চট্টোপাধ্যায়
মন মানে নাসুজিত গুহদেব
বর আসবে এখনিরনজন চক্রবর্তী যীশু সেনগুপ্ত
লাভরিঙ্গো বন্দ্যোপাধ্যায়যীশু সেনগুপ্ত
প্রেমের কাহিনীরবি কিনাগীদেব, যীশু সেনগুপ্ত
২০০৭ চক্রসংঘমিত্রা চৌধুরীযীশু সেনগুপ্ত
মিনিষ্টার ফাটাকেষ্টস্বপন সাহামিঠুন চক্রবর্তী
চাঁদের বাড়িতরুন চক্রবর্তীসোহম চক্রবর্তী
মহানায়কদেবু পাটনায়েকরাহুল দেব, অনুভব মোহান্তি, বিজয় মোহান্তিওড়িয়া চলচ্চিত্র
নবাব নন্দিনীহরনাথ চক্রবর্তীহিরণ চট্টোপাধ্যায়, তাথৈ দেব
২০০৬শিকারসারান দত্তঅমিতাভ ভট্টাচার্য
ঘাতকস্বপন সাহাজিৎ
এরই নাম প্রেমসুজিত গুহঅনুভব মোহান্তি
হিরোস্বপন সাহাজিৎ
এম.এল.এ ফাটাকেষ্টস্বপন সাহামিঠুন চক্রবর্তী
২০০৫প্রেমি নং ১দেবু পাটনায়েকরাহুল দেব, অনুভব মোহান্তিওড়িয়া চলচ্চিত্র
যুদ্ধরবি কিনাগীমিঠুন চক্রবর্তী, জিৎ
শুভ দৃষ্টিপ্রভাত রায়জিৎ, পরমব্রত চট্টোপাধ্যায়
চোরে চোরে মাসতুতো ভাইঅনুপ সেনগুপ্তযীশু সেনগুপ্ত, মিঠুন চক্রবর্তী, জিৎ, চিরঞ্জিত চক্রবর্তী
মানিকপ্রভাত রায়জিৎ
২০০৪বাদশাহসৌরভ চক্রবর্তীপ্রসেনজিৎ চট্টোপাধ্যায়
বন্ধনরবি কিনাগীজিৎ
দেবীপক্ষরাজা সেনঋতুপর্ণা সেনগুপ্ত
শুধু তুমিঅভিজিত গুহ, সুদেষ্ণা রায়প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, পায়েল সরকার
২০০৩নাটের গুরুহরনাথ চক্রবর্তীজিৎঅভিষিক্ত চলচ্চিত্র

টেলিভিশন

[সম্পাদনা]

বছর সিরিয়াল চরিত্র চ্যানেল
২০২১ ডান্স বাংলা ডান্স সিজন ১১অতিথি-বিচারক জি বাংলা
২০২০ সুপার সিঙ্গার গ্র্যান্ড ফিনালঅতিথি-বিচারক স্টার জলসা
২০১৮ দিদি নং ১ সিজন ৭অতিথি জি বাংলা
ডান্স বাংলা ডান্স সিজন ১০অতিথি-বিচারক জি বাংলা
২০১৪ বোঝেনা সে বোঝেনাঅতিথি উপস্থিতি স্টার জলসা
২০১৩ ঝলক দিকলা জাবিচারক ইটিভি বাংলা
দিদি নং ১ সিজন ৪অতিথি জি বাংলা
২০১১ সংসার সুখের হয় রমনির গুণেঅতিথি উপস্থিতি স্টার জলসা

মহালয়া

[সম্পাদনা]

বছর মহালয়া শিরোনাম চরিত্র চ্যানেল সূত্র
১০ অক্টোবর ২০০৭ মহিষাসুরমর্দিনীদেবী মহিষাসুরমর্দিনী এবং তার বিভিন্ন অবতার জি বাংলা
২৭ সেপ্টেম্বর ২০১১ দুর্গা দুর্গতিনাশিনীদেবী মহিষাসুরমর্দিনী স্টার জলসা
১২ অক্টোবর ২০১৫ মহিষাসুরমর্দিনী নবরূপে নবদুর্গাদেবী মহিষাসুরমর্দিনী এবং তার 9টি অবতার (শৈলপুত্রী, ব্রহ্মচারিণী, চন্দ্রঘন্টা, কুষ্মাণ্ডা, স্কন্দমাতা, কাত্যনি, কালরাত্রি, মহাগৌরী, সিদ্ধিদাত্রী) জি বাংলা
৬ অক্টোবর ২০২১ নবরূপে মহাদুর্গাদেবী পার্বতী, মহামায়া, উমা, মহাদুর্গা/মহিষাসুরমর্দিনী কালার বাংলা[১৫][১৬]

পুরস্কার

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]